Desh Account

menu

FAQ - Frequently Asked Questions


Desh Account কি? কি কি প্রয়োজনে এটি ব্যবহার করা যাবে?

এটি কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেন-দেন, আয়-ব্যয় ও দেনা-পাওনার হিসাবরক্ষণের কাজে বিনামূল্যে ব্যবহার উপযোগী একটি সেবা। Bank -এর Account Statement -এর মতো এখানেও প্রতিটি Account -এর Statement পাওয়া যাবে যা প্রতিষ্ঠানের লোগো, নাম, ঠিকানা সহ Print ও Save করা যাবে।

সেবাটি কি সবসময়ের জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য?

হ্যাঁ! Desh Development -এর পক্ষ থেকে Desh Account সবার জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য একটি সেবা।

কিভাবে এটির ব্যবহার শুরু করতে হবে ও ব্যবহারের জন্য কি কি প্রয়োজন হবে?

এই সেবাটি পেতে সবাইকেই প্রথমে Signup বা Registration করতে হবে। এর জন্য শুধুমাত্র একটি সচল বা Active email address প্রয়োজন হবে।

এটি কি Internet ছাড়া ব্যবহার করা যাবে?

না - সেবাটি সর্বত্রে ব্যবহার উপযোগী হওয়াতে Internet Connection অবশ্যই নিশ্চিত করতে হবে।

আমি কি যেকোনো Device/Internet Browser থেকে সেবাটি ব্যবহার করতে পারবো?

হ্যাঁ! প্রাথমিক পর্যায়ে, হালনাগাদ বা Updated Internet Browser যেমনঃ Chrome, Firefox, Edge প্রভৃতি ব্যবহার উপযুক্ত যেকোনো Mobile ও Computer থেকে সেবাটি সুন্দরভাবে ব্যবহার করা যাবে। তবে, বড় Monitor বা Display ধারী Device গুলতে এটি ব্যবহার করা সহজতর হবে।

কিভাবে Email verification code পেতে পারি?

Signup Form -এ থাকা Email -এর ঘরে আপনার Active Email address টি লিখে, ডান পাশে থাকা send Button টিতে চাপ দিন। Desh Account থেকে আপনার ঐ Email address -এ একটি Email পাঠানো হবে। আপনি প্রেরিত সেই Email টিতেই Verification Code টি পাবেন। অনেক সময় Email টি Inbox -এ না গিয়ে Spam বা Bulk -এও যেতে পারে তাই সেদিকটিও লক্ষ্য রাখতে হবে।

আমি কি নিজের বা প্রতিষ্ঠানের জন্য চাহিদা অনুযায়ী পৃথক কোন সুবিধা ও বিবরণী যুক্ত করতে পারবো?

হ্যাঁ! তবে এই সুবিধাটি পেতে দয়া করে Hire Us পেইজটির তথ্যগুলি দেখুন।

আমি আরও বিস্তারিত তথ্য কোথায় পাবো?

এখানে দেয়া তথ্য ছাড়া শুধুমাত্র Desh Account ব্যবহারকারীদের জন্য (অর্থাৎ যারা Signup করেছেন বা করবেন) পৃথকভাবে তাদের User Panel -এ বাংলাতে Help রয়েছে। তাছাড়াও যেকোনো প্রকার তথ্যের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।