FAQ - Frequently Asked Questions
• Desh Account কি? কি কি প্রয়োজনে এটি ব্যবহার করা যাবে?
এটি কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেন-দেন, আয়-ব্যয় ও দেনা-পাওনার হিসাবরক্ষণের কাজে বিনামূল্যে ব্যবহার উপযোগী একটি সেবা। Bank -এর Account Statement -এর মতো এখানেও প্রতিটি Account -এর Statement পাওয়া যাবে যা প্রতিষ্ঠানের লোগো, নাম, ঠিকানা সহ Print ও Save করা যাবে।
• সেবাটি কি সবসময়ের জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য?
হ্যাঁ! Desh Development -এর পক্ষ থেকে Desh Account সবার জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য একটি সেবা।
• কিভাবে এটির ব্যবহার শুরু করতে হবে ও ব্যবহারের জন্য কি কি প্রয়োজন হবে?
এই সেবাটি পেতে সবাইকেই প্রথমে Signup বা Registration করতে হবে। এর জন্য শুধুমাত্র একটি সচল বা Active email address প্রয়োজন হবে।
• এটি কি Internet ছাড়া ব্যবহার করা যাবে?
না - সেবাটি সর্বত্রে ব্যবহার উপযোগী হওয়াতে Internet Connection অবশ্যই নিশ্চিত করতে হবে।
• আমি কি যেকোনো Device/Internet Browser থেকে সেবাটি ব্যবহার করতে পারবো?
হ্যাঁ! প্রাথমিক পর্যায়ে, হালনাগাদ বা Updated Internet Browser যেমনঃ Chrome, Firefox, Edge প্রভৃতি ব্যবহার উপযুক্ত যেকোনো Mobile ও Computer থেকে সেবাটি সুন্দরভাবে ব্যবহার করা যাবে। তবে, বড় Monitor বা Display ধারী Device গুলতে এটি ব্যবহার করা সহজতর হবে।
• কিভাবে Email verification code পেতে পারি?
Signup Form -এ থাকা Email -এর ঘরে আপনার Active Email address টি লিখে, ডান পাশে থাকা
Button টিতে চাপ দিন। Desh Account থেকে আপনার ঐ Email address -এ একটি Email পাঠানো হবে। আপনি প্রেরিত সেই Email টিতেই Verification Code টি পাবেন। অনেক সময় Email টি Inbox -এ না গিয়ে Spam বা Bulk -এও যেতে পারে তাই সেদিকটিও লক্ষ্য রাখতে হবে।• আমি কি নিজের বা প্রতিষ্ঠানের জন্য চাহিদা অনুযায়ী পৃথক কোন সুবিধা ও বিবরণী যুক্ত করতে পারবো?
হ্যাঁ! তবে এই সুবিধাটি পেতে দয়া করে Hire Us পেইজটির তথ্যগুলি দেখুন।
• আমি আরও বিস্তারিত তথ্য কোথায় পাবো?
এখানে দেয়া তথ্য ছাড়া শুধুমাত্র Desh Account ব্যবহারকারীদের জন্য (অর্থাৎ যারা Signup করেছেন বা করবেন) পৃথকভাবে তাদের User Panel -এ বাংলাতে Help রয়েছে। তাছাড়াও যেকোনো প্রকার তথ্যের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।